১৯৭৯ সালে সামুদ্রিক মৎস্য গবেষণা, ব্যবস্থাপনা এবং উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরু হয়
১৯৯৫ সালে প্রকল্পটি “সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিট” নামে রাজস্বে অন্তর্ভূক্ত হয়।
প্রকল্প চলাকালীণ (১৯৮৩-১৯৯৯) ‘আর.ভি অনুসন্ধানী’ ও ‘আর.ভি মাছরাঙ্গা’র মাধ্যমে ডিমার্সেল মাছ ও চিংড়ির মজুদ এবং সর্বোচ্চ আহরণ মাত্রা নির্ধারণ করা হয়।
অত্র দপ্তরের নিয়ন্ত্রনাধীন কক্সবাজার -এ একটি ইউনিট রয়েছে।
ইউনিট এর ভিশন ও মিশন
ভিশন
বঙ্গোপসাগরের একচ্ছত্র অর্থনৈতিক এলাকায় মৎস্য, চিংড়ি ও অন্যান্য মৎস্য জাতীয় সম্পদের মজুদ, বিস্তৃতি, প্রাচুর্যতা, প্রজননকাল ও অভিপ্রয়াণ পথ নির্ণয়।
মিশন
ট্রলার ও নৌযানের মৎস্য আহরণ তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ এবং গভীর সমুদ্রে জরিপ কাজ পরিচালনাপূর্বক তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নীতিমালা নির্ধারণকল্পে বিজ্ঞানভিত্তিক প্রয়োজনীয় প্রতিবেদন ও সুপারিশমালা প্রনয়ণ।