সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিট
পটভূমি
ইউনিট এর ভিশন ও মিশন
ভিশন
বঙ্গোপসাগরের একচ্ছত্র অর্থনৈতিক এলাকায় মৎস্য, চিংড়ি ও অন্যান্য মৎস্য জাতীয় সম্পদের মজুদ, বিস্তৃতি, প্রাচুর্যতা, প্রজননকাল ও অভিপ্রয়াণ পথ নির্ণয়।
মিশন
ট্রলার ও নৌযানের মৎস্য আহরণ তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ এবং গভীর সমুদ্রে জরিপ কাজ পরিচালনাপূর্বক তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নীতিমালা নির্ধারণকল্পে বিজ্ঞানভিত্তিক প্রয়োজনীয় প্রতিবেদন ও সুপারিশমালা প্রনয়ণ।